এইচ.এম. রাসেল নিজস্ব প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতেও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা মো. ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে উপজেলা সাধারন সম্পাদক মো. মোফাজ্জেল হোসাইনের তত্তাবধানে একটি বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আমতলী সরকারী এ কে স্কুল মাঠ থেকে বিশাল বিজয় র্যালী আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আমতলী একে স্কুল চৌরাস্তায় পথসভার মধ্যে দিয়ে শেষ হয় ।
বিজয় দিবসের বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন আমতলী পৌর শহরের রাজপথ। দীর্ঘদিন পরে এই কর্মসূচি ঘিরে আমতলীতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে।
র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. আসাদুজ্জামান আল মামুন, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর মানব সম্পাদ বিভাগ সম্পাদক মো. আব্দুল মালেক।
বক্তব্য রাখেন জামায়াত ইসলামী নেতা বকুল নেছা মহিলা কলেজের সহকারী প্রভাষক মো, কবির হোসেন, আমতলী উপজেলা ছাত্রশিবির সেক্রেটারী মো. তাওহীদ প্রমুখ।