মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img
প্রচ্ছদঅপরাধজঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে।তিনি বলেন,  সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের (প্রয়াত) এপিএসের বাসায় নাকি জঙ্গিরা অবস্থান করেছিল৷ সে কারণে তাকে (এপিএসকে) আটক করা হয়েছে। তিনি বলেন,পুলিশ যাকে সন্দেহ করছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচার লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থী হেরে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে। রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত