লিওনেল মেসির পথে হাঁটছেন না। আপাতত পিএসজিতেই থিতু থাকবেন। জল্পনার অবসান ঘটিয়ে জানালেন কিলিয়ান এমবাপ্পে। শোনা যাচ্ছিল তিনিও পিএসজি ছাড়তে পারেন। যোগ দিতে পারেন রিয়াল মাদ্রিদে। স্পেনের ক্লাবটিও নাকি তাকে নিতে আগ্রহী ছিল।
এমবাপ্পেও ক্লাব ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছিল কয়েক দিন ধরে। সেই জল্পনায় জল ঢাললেন এমবাপ্পে নিজেই। জানিয়ে দিয়েছেন, পিএসজিতে তিনি সুখে আছেন। ক্লাব ছাড়ার কোনও পরিকল্পনা নেই। ফ্রান্সের তারকা স্ট্রাইকার সমাজিক মাধ্যমে বলেছেন, ‘আগেই বলেছি যে পিএসজিতে আমি খুব খুশি। আগামী মৌসুমেও পিএসজিতেই খেলব।’
লা প্যারিসিয়ানের সংবাদকে সরাসরি মিথ্যা বলে দিলেন ফরাসি তারকা। রিটুইট করে এমবাপ্পে লিখেছেন, ‘এগুলো মিথ্যা। এগুলো যতো ছড়ায়, ততোই গুজব আরও বড় হয়। আমি আগেই বলেছি, আগামী মৌসুমেও পিএসজিতে থাকব। এখানে আমি খুশি আছি।’
শোনা যাচ্ছিল এমবাপ্পেও জানিয়ে দিয়েছেন, যে তার চুক্তি শেষ হয়ে গেলে আর পিএসজির সঙ্গে নতুন চুক্তি করবেন না। ২০২৪ সাল পর্যন্ত এমবাপ্পের চুক্তি রয়েছে ক্লাবের সঙ্গে। তার পরে আর থাকতে রাজি নন তিনি। এমবাপ্পে অবশ্য তার পোস্টে জানাননি পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর কী করবেন। তবে চুক্তি ভেঙে মাঝ পথে অন্য ক্লাবে যোগ দিচ্ছেন না বলে পরিষ্কার করে দিয়েছেন এমবাপে।
ক্লাব কর্তৃপক্ষকে একটি চিঠিতে নাকি নিজের মত জানিয়েছিলেন এমবাপ্পে। সূত্রের খবর, একটি বিষয় নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে এমবাপ্পের দূরত্ব তৈরি হয়েছিল। তা মিটে যাওয়ায় খুশি দু’পক্ষই। যদিও এর আগে পিএসজির এক কর্তা জানিয়েছিলেন, মেসিকে ফ্রি ফুটবলার হিসাবে ছেড়ে আর্থিক ক্ষতি হয়েছে ক্লাবের। তাই এমবাপ্পেকে সই করাতে হলে পিএসজিকে বড় অঙ্কের টাকা দিতে হবে।
২০১৭ সালে মোনাকো থেকে বার্ষিক ১৫৬৫ কোটি টাকার চুক্তিতে পিএসজিতে সই করেছিলেন কিলিয়ান। তার পর থেকে সেখানেই রয়েছেন তিনি। এমবাপেই এখন পিএসজির সর্বোচ্চ গোলদাতা।