ফিরেছেন সাকিবও, হাল ধরেছেন শান্ত – Channel A
ক্রিকেটখেলাধুলা

ফিরেছেন সাকিবও, হাল ধরেছেন শান্ত

হাল ধরতে পারলেন না সাকিব আল হাসানও। যেই মুহূর্তে তার দায়িত্ব তুলে নেয়া সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই ফিরলেন তিনি। মাতিশা পাতিরানার অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ক্যাচ দিলেন উইকেটের পেছনে। ফিরলেন ১১ বলে ৫ রান করে।

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে এশিয়া কাপের আজকের এ ম্যাচে শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে সাকিবের থেকে অধিনায়কোচিত একটা ইনিংস আশা করেছিল সমর্থকেরা। তবে প্রত্যাশা পূরনে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক। দলকে বিপদে ফেলে ফিরলেন তিনিও। ৩৬ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

অবশ্য একপ্রান্ত আগলে রেখেছেন নাজমুল হোসেন শান্ত। নাইম শেখের পর, সাকিব, এখন তাওহীদ হৃদয়কে নিয়ে ধরেছেন ইনিংসের হাল। দলের সংগ্রহ এখন ১৬ ওভার শেষে ৩ উইকেটে ৬৪ রান। শান্ত ৪৯ বলে ৩৩ হৃদয় ১১ বলে ৮ রানে অপরাজিত আছেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফেরেন অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার নাইম শেখ ফিরেন ২৩ বলে ১৬ রান করে। ২৫ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button