টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ – Channel A
ক্রিকেটখেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে আজ প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বেলা সাড়ে ৩টায় শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে।

জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করতে পূর্ণশক্তির দল নিয়েই সাজানো হয়েছে বাংলাদেশের একাদশ। প্রত্যাশামতই অভিষেক হয়েই গেল তানজিদ হাসান তামিমের। এশিয়া কাপ দিয়েই প্রথমহার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছেন এই ব্যাটার।

একাদশে ফিরেছেন দুই বছরেরও বেশি সময় আগে ওয়ানডে খেলা শেখ মেহেদী। ২০২১ সালের এপ্রিলে শেষবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন এই অলরাউন্ডার। তবে ইমার্জিং এশিয়া কাপে ভালো খেলার পুরস্কার পেয়েছেন তিনি।

বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলার অপেক্ষায় সমর্থকেরা। ইতোমধ্যে ভিড় বাড়ছে স্টেডিয়াম প্রাঙ্গণে। নেচে গেয়ে প্রিয় দলকে উৎসাহ দিচ্ছেন তারা। যদিও এই আনন্দে বাঁধা হতে পারে বৃষ্টি। খানিকটা বাতাস বইছে ক্যান্ডিতে, যেকোনো মুহূর্তে নামতে পারে বৃষ্টি।

বাংলাদেশ একাদশ
তানজিদ তামিম, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button