পিরোজপুরবরিশাল

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার নির্বাচন আবারো স্থগিত

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় সীমানা জটিলতা মামলার জেরে আবারো নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।এর আগে, গত ৩১ মে মঠবাড়িয়া পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে আগামী ১৭ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য করা হয়।

রোববার (১৮ জুন) বিকেলে মঠবাড়িয়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছায়।

নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মঠবাড়িয়া পৌরসভার সীমানা সম্প্রসারণ-সংক্রান্ত ২০১৩ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছিল। শেষ ২০২২ সালের ২৫ অক্টোবর ওই গেজেট নোটিফিকেশন রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করেছে আদালত। আদালতের আদেশের কারণে মঠবাড়িয়া পৌরসভার বর্ধিত সীমানায় নির্বাচন করার সুযোগ নেই। এ কারণে কমিশন মঠবাড়িয়া পৌরসভার ঘোষিত তফসিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: নাজমুল হোসেন বলেন, মঠবাড়িয়া পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল রোববার। নির্বাচন কমিশন থেকে নির্বাচন স্থগিতের চিঠি বিকেলে পাওয়ার পর সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মঠবাড়িয়া পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ১ জুন মঠবাড়িয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৩ সালে মঠবাড়িয়া পৌরসভা সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিলে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মো: ওহাব মাতুব্বর হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। ওই বছরের ৩১ জুলাই হাইকোর্ট সীমানা সম্প্রসারণ কাজে তিন মাসের স্থগিতাদেশ দেয় এবং এরপর বিভিন্ন সময় স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে আদালত।

সবশেষ ২০১১ সালের ১৩ জানুয়ারি মঠবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের ৯ মে পৌরসভার মেয়াদ শেষ হলেও আদালতের স্থগিতাদেশের কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। ২০২২ সালের ২৭ এপ্রিল পৌর পরিষদকে বিলুপ্ত করে পৌরসভায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রশাসক নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ। ওই বছরের ১৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর পৌর প্রশাসক হিসেবে নিয়োগ পান। শেষে ১৫ মে ২০২৩ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ উল হক পৌরসভার প্রশাসক নিয়োগ পেয়েছেন।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button