পিরোজপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত – Channel A
পিরোজপুরবরিশাল

পিরোজপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গাজী ছিদ্দিকুর রহমান।

তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে একমাত্র গাজী ছিদ্দিকুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন।

সোমবার (১৯ জুন) যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী না থাকায় গাজী ছিদ্দিকুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button