বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালউজিরপুরে পরিত্যাক্ত ভবন থেকে ইট ধসে পড়ে শিশুর মৃত্য
টপিক

উজিরপুরে পরিত্যাক্ত ভবন থেকে ইট ধসে পড়ে শিশুর মৃত্য

বরিশালের উজিরপুরে আনন্দ মার্কেটের নির্মাণাধীন পরিত্যাক্ত ভবন থেকে ইট ধসে পড়ে সামির তালুকদার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সামির উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামের মালেক তালুকদারের ছেলে। সে দ্বিতীয় শ্রেণির মাদরাসার শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১টার দিকে আনন্দ মার্কেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ১১টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যাক্ত ভবন থেকে লাকড়ি আনতে গিয়ে একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবন থেকে হঠাৎ ইট ধসে পড়ে। ধসে পড়া ইট ওই শিশুর মাথায় পড়লে সে গুরুতর আহত হয়। পরে তার মা স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শিশুটির মৃত্যু ঘোষণা করেন।

ঘটনাস্থলে গেলে ওই ভবনের আশেপাশের লোকজন জানান, ওই ভবনের মালিক মাসুম মোল্লা। ভবনটির নির্মাণ কাজ শেষ না করেই ভবনটি বিক্রি করার জন্য সাইনবোর্ড লাগিয়েছে আজ থেকে ১০ বছর আগে।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল আহসান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ইট পড়ার বিষয়ে কারো অবহেলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত