রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
প্রচ্ছদক্রিকেটআমাকে নিয়ে আর বেশি গুতাগুতি করবেন না : তামিম

আমাকে নিয়ে আর বেশি গুতাগুতি করবেন না : তামিম

আফগানিস্তানের বিপক্ষে বুধবারের ওয়ানডে ম্যাচটা ছিল তামিম ইকবালের শেষ ম্যাচ। চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল এই ঘোষণা দিয়েছেন।সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘আমাকে নিয়ে আর বেশি গুতাগুতি করবেন না, সামনে যারা ক্রিকেটার আসবেন তারা ক্রিকেট ভালো খেলুক, খারাপ খেলুক শুধু ক্রিকেট নিয়েই থাকবেন।

গতকাল রাতে অনেকটা হুট করেই তামিম ইকবাল আজ বৃহস্পতিবার বেলা ১২টায় একটি সংবাদ সম্মেলনের ডাক দেন। উপস্থিত সাংবাদিকরা গোটা সংবাদ সম্মেলনের পরিবেশকে ‘হৃদয় বিদারক’ বলছেন।

তামিম ইকবাল এমন এক সময় ক্রিকেটকে বিদায় জানালেন যখন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর তিন মাস বাকি।

বিদায় ঘোষণার পরে লম্বা সময় কেঁদেছেন তামিম ইকবাল। কোনো সংবাদ সম্মেলনে এমন আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে দেখা যায়নি তাকে।

তামিম ইকবাল এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-২০ ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছিলেন, এরপরের বছর তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিদায় নেন।

এবারেও বিশ্বকাপের ৩-৪ মাস আগে ওয়ানডে দল থেকে তথা আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায় নেন।

বিদায় জানানোর সময় তামিম ইকবাল বলেন, ‘আমি আমার বাবার স্বপ্নপূরণ করতেই ক্রিকেট খেলেছি।’

এই হঠাৎ অবসরের কোনো কারণ তিনি বলেননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক একুশ তপাদর বলেন, তামিম ইকবালের আত্মবিশ্বাস তলানিতে চলে যাচ্ছিল, তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। এসব মিলিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে তামিম ইকবাল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেও বিশ্বকাপে লক্ষ্যের কথা বলেছিলেন।

অর্থাৎ এই দুই দিনের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

মূলত প্রথম ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছিলেন, তিনি মাঠে নেমে বুঝতে পারবেন তিনি ফিট কি না।

গণমাধ্যমে খবর এসেছে তার এই কথায় চন্দিকা হাথুরুসিংহে ক্ষুব্ধ হয়েছিলেন।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত