প্রধানমন্ত্রী দেড় মাসের ছুটি দিয়েছেন তামিমকে – Channel A
ক্রিকেটখেলাধুলা

প্রধানমন্ত্রী দেড় মাসের ছুটি দিয়েছেন তামিমকে

সিদ্ধান্ত পাল্টেছেন তামিম ইকবাল। আবারও তাকে দেখা যাবে বাংলাদেশের জার্সিতে। অবসর ঘোষণার একদিনের মাথায় তার সিদ্ধান্ত পরিবর্তন। তাই বলে চলমান আফগানিস্তান সিরিজেই ফিরছেন ব্যাপারটা তেমন নয়। আরও বেশ কিছুদিন মাঠের বাইরে থাকবেন বাঁহাতি ওপেনার।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তামিম তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তবে ফিটনেসের যেহেতু কিছুটা ঘাটতি আছে। তাই এখনই তাকে মাঠে পাওয়া যাচ্ছে না। তাছাড়া মানসিকভাবেও কিছুটা অবসাদগ্রস্ত তিনি। এই মুহূর্তে আরও কিছুদিন বিশ্রামে থাককেন তামিম। প্রধানমন্ত্রী তাকে দেড় মাসের ছুটি দিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। এরপর থেকেই দেশের ক্রিকেটে চরম অস্থিরতা। সিদ্ধান্তটা যে একেবারে আচমকা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে। তাও আবার তামিম ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

শোনা গিয়েছিল, তামিমের অবসর ঠেকাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাকি অনেক চেষ্টা করেছে। তবে সংস্থাটির কর্তাব্যক্তিরা কিছুতেই যোগাযোগ করতে পারেননি তামিমের সঙ্গে। পরে অবশ্য সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিসিবি।

এই সব ঘটনার মাঝেই আজ (শুক্রবার) গণভবন থেকে ডাক আসে তামিমের কাছে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয় তার। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ছিলেন।

গণভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button