শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদবিনোদনএসকে মুভিজের মিটিং করতে আগস্টে কলকাতায় যাচ্ছেন শাকিব 
টপিক

এসকে মুভিজের মিটিং করতে আগস্টে কলকাতায় যাচ্ছেন শাকিব 

কলকাতায় যাচ্ছেন শাকিব খান। শেষ ২০১৮ সালে ভারতে রাজ বিশ্বাস পরিচালিত সিনেমা ‘নাকাব’-এ তাকে দেখেছিল দর্শক। মাঝে কেটে গেছে পাঁছ বছর। করোনা পরিস্থিতির পরে বাংলাদেশ থেকে কলকাতায় যাননি এই অভিনেতা। কঠিন পরিস্থিতির জন্য বাংলাদেশ-ভারত যাওয়া-আসা প্রায় বন্ধ হয়েছিল।

বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে। বাংলাদেশের অনেক অভিনেতাই কাজ করছেন কলকাতায়। অভিনেত্রী নুসরত ফারিয়াকে দুই বাংলার সিনেমাতেই দেখছে দর্শক। অভিনেতা আফরান নিশোর প্রথম ছবি মুক্তি পাচ্ছে কলকাতায়। যার কারণে কলকাতায় প্রচার চালাচ্ছেন জনপ্রিয় অভিনেতা।

জানা গেছে, চলতি বছরের আগস্টে কলকাতায় যাচ্ছেন শাকিব, এসকে মুভিজের সাথে মিটিং হওয়ার কথা। সব ঠিক থাকলে খুব শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করবেন। এর আগেও এসকে মুভিজ প্রযোজিত সিনেমায় দেখা গেছে তাকে। ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ সিনেমায় দর্শকরা দেখছে তাকে। এবার কোনো নায়িকার সাথে জুটিতে দেখা যাবে শাকিবকে? তা নিয়ে প্রশ্ন চারদিকে।

সূত্র বলছে, এখনো নায়িকা ঠিক হয়নি। গল্প নিয়ে আলোচনার করার জন্যই নাকি কলকাতায় যাবেন তিনি।

ঈদে মুক্তি পেয়েছে শাকিবের নতুন ছবি ‘প্রিয়তমা’। যা নিয়ে চারদিকে চলছে আলোচনা। সম্প্রতি সিনেমার মুক্তির জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। নতুন আলোচনা সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সাথে আবারো কাছাকাছি হয়েছেন তিনি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং মামলাও করেছেন নায়কের এক প্রযোজক। যদিও যাবতীয় সব বিতর্ককে এক দিকে রেখে আপাতত তিনি নতুন কাজে মন দিতে চান।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত