শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালআমতলীআমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন
টপিক

আমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

উপজেলার সর্বস্তরের মানুষ এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে শত শত মানুষ অংশগ্রহন করে। বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন আমতলীর সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, রিপোর্টাস ইউনটির সাবেক সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম বাদল, বকুল নেছা মহিলা কলেজের প্রভাষক মো. জয়নুল আবেদীন, আসমতলী সরকারী কলেজ মসজিদের ইমাম মুফতি মো. সাঈদুর রহমান,

ব্যবসায়ী মো. দেওলোয়ার হোসেন, আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি নুরুজ্জামান, সাবেক কাউন্সিলর সেলিম রেজা টিটু, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা সম্পাদক গাজী মো. বায়েজিদ, মাওলানা মো. আমির হোসাইন, বিএনপি নেতা মো. রুহুল আমিন প্রমুখ। বক্তারা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের জন্য জনপ্রশাসন সচিবের নিকট দাবী জানিয়ে তাকে আমতলীতে রাখার দাবী জানান।

সম্প্রতি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে বদলী করে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত