মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img
প্রচ্ছদক্রিকেটআজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান

আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান মানেই উত্তেজনায় ভরপুর একটি ম্যাচ। বড় পরিসরে না হলেও ছোট পরিসরেই আজ মুখোমুখি হচ্ছে এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তাই ক্রিকেটভক্তদের জন্য বিশেষ দিন। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে কলম্বোয় প্রেমদাসা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল।

ফাইনালের আগে গ্রুপ পর্বের খেলায় একবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেখানে ৮ উইকেটে জয়লাভ করে ভারত। এছাড়া টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে তারা। অপরদিকে পাকিস্তান শুধু ভারতের বিপক্ষে হেরেছে, বাকি প্রতিপক্ষগুলোর বিরুদ্ধে জয়লাভ করেছে।

ইমার্জিং এশিয়া কাপের এবারের আসরে রান সংগ্রহের দিক দিয়ে এগিয়ে ভারত। অধিনায়ক ইয়াশ ধুল সর্বোচ্চ ১৯৫ রান সংগ্রহ করেছেন। আর ১৪৮ রান নিয়েপাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ওমাইর ইউসুফ।

উইকেট শিকারের দিক থেকেও ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান। ১০ উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী বোলার নিশান্ত সিন্ধু। আর পাকিস্তানের কাসিম আকরাম সর্বোচ্চ ৬টি উইকেট শিকার করেছেন। তবে তিনি সব ম্যাচ খেলেননি।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত