মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img
প্রচ্ছদক্রিকেটভারত-পাকিস্তানের  বিশ্বকাপ ম্যাচের সূচিতে পরিবর্তন হতে পারে

ভারত-পাকিস্তানের  বিশ্বকাপ ম্যাচের সূচিতে পরিবর্তন হতে পারে

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত ওয়ানডে বিশ্বকাপে আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত-পাকিস্তানের ম্যাচের সূচিতে পরিবর্তন হতে পারে।এ বিষয়ে ইতোমধ্যে আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্বান্ত নেয়া হয়নি। চূড়ান্ত সিদ্বান্ত নেয়ার আগে আগামীকাল বিশ্বকাপ ম্যাচ আয়োজক রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর সাথে বৈঠক করবে বিসিসিআই।

মূলত ১৫ অক্টোবর থেকে হিন্দু ধর্মালাম্বীদের ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’ শুরু হবে। এ কারণে হিন্দুপ্রধান দেশটিতে ওই দিন নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণেই ম্যাচের সূচি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। ফলে একদিন পিছিয়ে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি আয়োজন করতে পারে বিসিসিআই।

বিশ্বকাপের ঘোষিত সূচিতে ১৪ অক্টোবর ডাবল-হেডার (একই দিন দু’টি ম্যাচ) ম্যাচ রয়েছে। দিল্লিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান এবং চেন্নাইতে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। সূচিতে ছয় দিন দু’টি করে ম্যাচ থাকলেও, কোনো ট্রিপল-হেডার (একই দিন তিনটি ম্যাচ) ম্যাচ নেই।

৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের সাথে খেলা রয়েছে টিম ইন্ডিয়ার। পরবর্তী সময়ে পুনেতে ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত।

টুর্নামেন্টের দ্বিতীয় দিন, ৬ অক্টোবর হায়দারাবাদে নেদারল্যান্ডসের সাথে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচের আগে হায়দারাবাদে ১২ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ২০ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান।

এ অবস্থায় দুই চিরপ্রতিন্দ্বন্দ্বীর ম্যাচটি ১৪ অক্টোবর অনুষ্ঠিত হলে, হায়দারাবাদ ও আহমেদাবাদের ম্যাচের মধ্যে মাত্র একদিন বিরতি পাবে পাকিস্তান। দু’দিন বিরতি পাবে ভারত।

বিসিসিআই বিলম্বে বিশ্বকাপের সূচি ঘোষণা করার প্রায় এক মাস পর এমন ইস্যু তৈরি হলো। ম্যাচের টিকিট কবে থেকে বিক্রি হবে, এ ব্যাপারেও এখনো কোনো তথ্য ঘোষণা করেনি বিসিসিআই। কিন্তু ক্রিকেটপ্রেমীরা এবং অন্যান্য স্টেকহোল্ডাররা ইতোমধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আহমেদাবাদে ফ্লাইট এবং হোটেল বুক করে রেখেছে। এটি ঐতিহাসিকভাবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি দেখা ক্রীড়া ইভেন্টগুলোর মধ্যে একটি। 

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত