মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img
প্রচ্ছদক্রিকেট বিশ্বকাপে নেই ই-টিকেট,থাকছে গ্যালারিতে দর্শকের জন্য বিনামূল্যে পানি পানের ব্যবস্থা

 বিশ্বকাপে নেই ই-টিকেট,থাকছে গ্যালারিতে দর্শকের জন্য বিনামূল্যে পানি পানের ব্যবস্থা

প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে মানবিকতার এক অনুপম উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে তারা। দর্শকদের ভোগান্তির কথা মাথায় রেখে গ্যালারিতে দর্শকের জন্য বিনামূল্যে পানি পানের ব্যবস্থা করতে আগ্রহী বিসিসিআই।

বিসিসিআই সচিব জয় শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন বিশ্বকাপ খেলা চলার সময়ে দর্শকদের বিনামূল্যে পানীয় সরবরাহ করতে কাজ করছে বিসিসিআই।

তবে স্বস্তির খবরের পাশাপাশি অস্বস্তিকর একটা খবরও আছে। ই-টিকেট থাকছে না বিশ্বকাপে। ফলে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকলেও দর্শকদের ছাপা টিকিট সংগ্রহ করতে হবে ম্যাচের আগে বুথ থেকে। মূলত ই-টিকিট নিয়ে অভিজ্ঞতা না থাকায় বিশ্বকাপের মতো বড় আসরে ঝুঁকি নিতে চায় না বিসিসিআই।

এ প্রসঙ্গে নিজেদের অপারগতার কথা স্বীকার করে বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহ বলেন, ‘আমাদের কাছে বিশ্বকাপের ই-টিকিট ব্যবস্থা নেই। তবে আমরা খেলার এক সপ্তাহ আগে থেকে ৭ বা ৮ স্পটে ছাপা টিকিট বিক্রি করার ব্যবস্থা করব, বড় ভেন্যুতে ই-টিকিট পাওয়া খুব কঠিন হবে।’

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত