ক্রিকেটখেলাধুলা

আজই এলপিএলে নিজের শেষ ম্যাচ খেলবেন হৃদয়, বাড়াচ্ছেন না চুক্তির মেয়াদ

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) কাঁপাচ্ছেন বাংলাদেশী তরুণ তাওহীদ হৃদয়। বাঘা-বাঘা ব্যাটারদের ভিড়ে নিজেকে চেনাচ্ছেন বেশ ভালো করেই। যেই ছন্দ পুষে রেখেছেন এতোদিন জাতীয় দলের হয়ে, জাফনার হয়েও ধরে রেখেছেন তা। নির্ভিকার ভঙিতে রান করছেন, হৃদয় যেন হৃদয় জিতে নিচ্ছেন।

এতো প্রশংসা মিথ্যে মিথে নয়, আসরে তিন ম্যাচ শেষে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক হৃদয়। ৩ ম্যাচে ৬১ গড়ে করেছেন ১২২ রান। স্ট্রাইকরেটও দেড় শ’ ছুঁই ছুঁই, ১৪৮.৭৯। আছে একটা ফিফটিও। তার এমন পারফরম্যান্সে তার দল জাফনা কিংসও আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

তবে হৃদয়কে আর বেশী সময় পাচ্ছে না জাফনা, আজ রাতেই শেষবার এলপিএল খেলতে নামবেন তিনি। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরবেন হৃদয়। যদিও হৃদয়ের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে পুরো টুর্নামেন্ট জুড়েই তাকে রেখে দিতে চায় ফ্রাঞ্চাইজি, তবে আগ্রহী নয় হৃদয়।

জাফনার হয়ে চার ম্যাচ খেলার কথা ছিল হৃদয়ের। ইতিমধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আর মাত্র একটি অর্থাৎ আজকের ম্যাচ খেলেই দেশে ফিরবেন হৃদয়। আজ রাত ৮টায় তার দল মুখোমুখি হবে বি লাভ ক্যান্ডির।

এদিকে এই মাসের শেষ থেকেই শুরু এশিয়া কাপ, সামনে আছে বিশ্বকাপও। টানা খেলার ধকল কাটাতে চুক্তি নবায়ন করতে চান না হৃদয়। শরীরকে একটু বিশ্রাম দিতে চান তিনি। তাছাড়া মঙ্গলবার (৮ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ দলের স্কিল ক্যাম্পে যোগ দিতে চান হৃদয়।

উল্লেখ্য, শোয়েব মালিকের বদলি হিসেবে টুর্নামেন্ট শুরুর দিন কয়েকদিন আগে জাফনা কিংস থেকে ডাক পান হৃদয়। গ্লোবাল লিগ টি-টোয়েন্টিতে ব্যস্ত থাকায় রোববার (৬ আগস্ট) পর্যন্ত পাকিস্তানি এই অলরাউন্ডারের সার্ভিস পাবে না দলটি ফলে বিকল্প হিসেবে হৃদয়কে দলভুক্ত করে তারা। কিন্তু হৃদয়ের হৃদয়কাড়া পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে পুরো আসরের জন্যই রেখে দিতে চায় জাফনা কিংস।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button