আন্তর্জাতিক

ভারতে মুসলিম ছেলের সাথে হিন্দু মেয়ে পালিয়ে যাওয়ায় ছেলের মা-বাবাকে পিটিয়ে হত্যা

ভারতে মুসলিম ছেলের সাথে হিন্দু মেয়ে পালিয়ে যাওয়ায় ছেলের মা-বাবাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী হিন্দুরা। দেশটির ইউপি প্রদেশের সীতাপুর জেলায় এ ঘটনা ঘটে।

সিয়াসত ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, সীতাপুর জেলার মুসলিম দম্পতি আব্বাস ও কামরুন নিসার ছেলের সাথে কয়েক বছর আগে পাশের এক হিন্দু মেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের স্বজনরা মামলা দিয়ে ওই ছেলেকে জেলে পাঠায়। কয়েক দিন আগে তার মুক্তি হয়। এরপর স্থানীয় হিন্দুরা পরিকল্পনা করে আব্বাস ও কামরুন নিসার ওপর রড ও লাঠিসোঠা দিয়ে হামলা চালায়। এতে তারা উভয়েই নিহত হন।

স্থানীয় হিন্দুদের দাবি, নিহত দম্পতির ছেলে ও শওকত রামপালের মেয়ে রুবির মধ্যে প্রেম ছিল। ২০২০ সালে রুবিকে অপহরণ করে শওকত। ওই সময় রুবি নাবালক হওয়ায় মামলার পর পুলিশ শওকতকে কারাগারে পাঠায়। তিনি আবার জুন মাসে রুবিকে অপহরণ করে বিয়ে করেন।

সীতাপুরের পুলিশ সুপার চক্রেশ মিশ্র জানিয়েছেন, এ ঘটনায় প্রধান তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজ চলছে।

সূত্র : সিয়াসত ডেইলি

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button