প্রবাস

কুয়েতে ১২ তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম মরক্কো ও লিবিয়া

মোঃ আলাল আহমদ কুয়েত প্রতিনিধিঃ

প্রতি বছরের ন্যায় কুয়েতে ১২ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার ফলাফলে বাংলাদেশিরা অংশ গ্রহণ করলেও কোন ক্বারী বিজয়ী হতে পারেননি।


বাংলাদেশ থেকে আগতরা হলেন দৃষ্টিহীন হাফেজ শাকিল ও শাঈখ নাছিরীর ছেলে হাফেজ জিবরিল বিন নাছিরী।
বড়দের তেলাওয়াত থেকে ১ম হয়েছেন মরক্কো, ২য় পাকিস্তান, ৩য় তানজানিয়া, ৪র্থ আলজেরিয়া, ৫ম কুয়েত।


ছোটদের তেলাওয়াত থেকে বিজয়ী ১ম লিবিয়া, ২য় ক্যামেরুন, ৩য় ইয়ামেন, ৪র্থ পাকিস্তান, ৫ম ইরানী নাগরিক
কেরাত বিভাগ থেকে ১ম ক্যামেরুন,ন২য় সোমালিয়া, ৩য় লিবিয়া, ৪র্থ জর্ডান, ৫ম ইয়ামেনী নাগরিক।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button