প্রবাসস্পেন

স্পেনে বৃহত্তম ফরিদপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মিজান

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধি:

স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত মাদারীপুর বাসীদের নিয়ে, বৃহত্তম ফরিদপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান এর আমন্ত্রণে সোমবার রাতে লাভাপিয়েস এর বাংলা টাউন রেস্তোরাঁয় এক মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়।

জাকির হোসেন খান এর সভাপতিত্বে, মাসুম শেখ ও মো: সাগর এর যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন -রফিকুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন- হেমায়েত খাঁন।
স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান মিজান তিনি বলেন, আজকে আপনারা যারা আমার আহবানের সাড়া দিয়ে মতবিনিময় ও নৈশভোজে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাকে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত করতে আপনাদের সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করি ।

এতে আরো বক্তব্য রাখেন, দুলাল ঢালী, আব্দুল কাদের, সেলিম হোসেন, রুবেল সরদার, দুলাল খান, সোবাহান মেল্লা, জামাল খান, আজম খান, স্বপন বেপারী, শহিদুল ইসলাম, রুমান হাওলাদার, রফিকুল ইসলাম, কাইয়োম মিধা ,ইব্রাহিম আকন, হান্নান সরদার, সহ বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আরো অনেকেই।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button