শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
spot_img
প্রচ্ছদবরিশালআমতলীআমতলীতে সাংবাদিক কন্যাকে নির্যাতন করে হত্যার অভিযোগ
টপিক

আমতলীতে সাংবাদিক কন্যাকে নির্যাতন করে হত্যার অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আমতলীতে গৃহবধূ জুবায়রা আক্তার জান্নাতিকে (১৭) নির্যাতন করে হত্যার পর স্বামী ইমন সর্দার ঘটনা ধামাচাপা দিতে নিজেও আত্মহত্যার নাটক সাজিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় আমতলী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের সাংবাদিক সুমন রশিদের কন্যা। জানা গেছে, আমতলী উপজেলা সাংবাদিক ক্লাবের সভাপতি এবং গুলিশাখালী গ্রামের বাসিন্দা সুমন রশিদের কন্যা জুবায়রা আক্তার জান্নাতিকে প্রেমের ফাঁদে ফেলে এক বছর আগে গোপনে বিয়ে করেন আমতলী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের আল আমিন সরদারের ছেলে ইমন সর্দার। বিয়ের পর থেকে স্ত্রী জান্নাতিকে যৌতুকসহ নানা অযুহাতে নির্যাতন করে আসছে স্বামী ইমন সরদার। শুক্রবার বিকেলে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী জান্নাতিকে স্বামী ইমন সর্দার মাথার চুল কেটে দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় স্বামী ইমন সরদার স্ত্রী জান্নাতিকে ঘরে আটকিয়ে বেধরক মারধর করে।

মারধরের এক পর্যায়ে জান্নাতি মারা যায়। তার মৃত্যু ধামাচাপা দিতে স্বামী ইমন সর্দার স্ত্রীর গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলিয়ে রাখে। এক পর্যায়ে সে আশপাশের লোকজন ডেকে এনে দেখায় তার স্ত্রী আত্মহত্যা করেছে এর লাশ নামিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জান্নাতির মৃত্যু হওয়ার কথা জানালে লাশ ফেলে পালিয়ে যায় ইমন সর্দার। পরে সে বাসায় গিয়ে নিজেও আত্মহত্যার নাটক করে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে শুক্রবার রাতে জান্নাতির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায়। জান্নাতির বাবা সাংবাদিক সুমন রশিদ বলেন, আমার মেয়ে জান্নাতিকে বিয়ের পর থেকেই জামাতা ইমন সর্দার প্রায়ই নির্যাতন করতো।

শুক্রবার বিকেলে আমার মেয়ের মাথার চুল কেটে দেয় ইমন। মেয়ে এর প্রতিবাদ করলে ইমনের বাবা মায়ের নির্দেশে স্বামী ইমন বেধরক মারধর করে। মারধরে তার মৃত্য হলে এ ঘটনা ধামাচাপা দিতে মেয়ের গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে লোকজন এনে দেখানোর পর নিজেই আবার সেখান থেকে লাশ নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। পুরোটাই ছিলো তার সাজানো পরিকল্পত হত্যাকান্ড। আমি এহত্যা বিচার চাই।

অভিযুক্ত ইমন সর্দার স্ত্রীকে হত্যার ঘটনা অস্বীকার করে বলেন, দাম্পত্য কলহের জের ধরে আমি আমার স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছি। এ ঘটনায় আমার সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায় সে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী ভিাগের চিকিৎসক মনিরুজ্জামান খাঁন বলেন, হাসপাতালে আনার পুর্বেই জান্নাতির মৃত্যু হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত