বরিশালে নতুন অটোরিকশা ছিনতাই করতেই চালক হাসানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে রুবেল ও মামুন নামে দুই অভিযুক্তকে নগরী থেকে গ্রেফতার করা হয়েছে।এই ঘটনায় গ্রেফতার অভিযুক্তদের বন্দর থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে মেট্রোপলিটন বন্দর থানায় মামলা দায়ের করেন নিহতের বড় বোন। এর আগে ১৫ জুন তাকে হত্যা করা হয়। ১৭ জুন বরিশাল সদর উপজেলার একটি পুকুর থেকে হাসানের লাশ উদ্ধার করা হয়। হত্যায় অভিযুক্তরা অটোরিকশা চোরচক্রের সদস্য।
রোববার নগরীর রূপাতলীতে র্যাব-৮ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান উপ-পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১০ নম্বর ওয়ার্ডের রুবেল হাওলাদার ও পটুয়াখালী সদর উপজেলার ১১ নম্বর ওয়ার্ড চানমারির বাসিন্দা মামুন তালুকদার।
লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম বলেন, নতুন অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ১৫ জুন হাসানকে নগরীর বাংলাবাজার থেকে ভাড়া করেন আসামি মামুন তালুকদার। তারা সদর উপজেলাধীন বরিশাল-ভোলা আন্তঃজেলা মহাসড়কে নিয়ে হাসানকে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর রিকশাটি নিয়ে তারা পালিয়ে যান। এই নতুন রিকশাটি মামুনই হাসানের কাছে বিক্রি করেছিলেন। রিকশা বিক্রির পর হাসানের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলতেন মামুন। হত্যার আগের দিনও দুই অভিযুক্ত হাসানকে নিয়ে ওই সড়কে গিয়েছিলেন। কিন্তু হত্যার সুযোগ না পেয়ে ফিরে এসেছিলেন অভিযুক্তরা। এই ঘটনায় হত্যায় ব্যবহৃত রশি উদ্ধারসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় বোন শনিবার রাতে মেট্রোপলিটন বন্দর থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ১৭ জুন বরিশাল সদর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বরিশাল-ভোলা সড়ক সংলগ্ন সোহরাব ডাক্তারের পুকুর থেকে হাসানের লাশ উদ্ধার করা হয়। নিহত হাসান বরিশাল নগরীর কাউনিয়া এলাকার কালা খাঁ বাড়ির বাসিন্দা।