রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
প্রচ্ছদক্রিকেটযুক্তরাষ্ট্রের টি১০ লিগে খেলেবে রংপুর রাইডার্স, দলে আছেন নাসির সহ ৫ বাংলাদেশী

যুক্তরাষ্ট্রের টি১০ লিগে খেলেবে রংপুর রাইডার্স, দলে আছেন নাসির সহ ৫ বাংলাদেশী

যুক্তরাষ্ট্রের একটি ক্রিকেট ফ্রাঞ্চাইজির অংশদারিত্ব নিয়েছে রংপুর রাইডার্স। সেখানে নতুন টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি-১০ লিগে দল নিয়েছে তারা। সেখানকার দল আটলান্টা ফায়ারের সাথে জোট বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল গঠন করেছে রংপুর রাইডার্স।

আটলান্টা রাইডার্সের জার্সিতে আলো ছড়াবেন নাসির হোসেন, ফরহাদ রেজাসহ পাঁচ বাংলাদেশী ক্রিকেটার। দলে আছেন লেন্ডন সিমন্স, রবিন উথাপ্পার মতো ভীনদেশী তারকা ক্রিকেটাররাও।

শনিবার প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে তাদের স্কোয়াড।

গত কয়েক মৌসুম ধরে আটলান্টার হয়ে খেলে আসছেন নাসির। এবারো এই অলরাউন্ডারকে নিয়েই ১৬ সদস্যের দল চূড়ান্ত করেছে আটলান্টা রাইডার্স। ১৬ সদস্যের দলে বাকি চার বাংলাদেশী হলেন- অলরাউন্ডার ফরহাদ রেজা, পেসার কামরুল ইসলাম রাব্বি, টপ অর্ডার ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী আর বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি।

আমেরিকার মেজর লিগ ক্রিকেটের দল আটলান্টার সাথে রংপুরের চুক্তি অনুষ্ঠিত হয় অবশ্য গত বছরের অক্টোবরে। তবে এই বছরই আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে ফ্রাঞ্চাইজিটি।

আবু ধাবির টি-টেন গ্লোবাল স্পোর্টস ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এসএএমপি আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি যৌথভাবে আয়োজন করছে ইউএস মাস্টার্স টি-টেন লিগ। যেখানে অংশ নেবে যুক্তরাষ্ট্রের ছয় দল। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে মাঠে গড়াবে এই টুর্নামেন্টটি।

প্লেয়ার্স ড্রাফট শেষে আটলান্টা রাইডার্স স্কোয়াড :
লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা (ভারত), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), নাসির হোসেন (বাংলাদেশ), হাম্মাদ আজম (পাকিস্তান), গ্র্যান্ট ইলিয়ট (নিউজিল্যান্ড), ফরহাদ রেজা (বাংলাদেশ), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শ্রীশান্ত (ভারত), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ), ইলিয়াস সানি (বাংলাদেশ) ও আমিলা আপানসু (শ্রীলঙ্কা)।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত