বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img
প্রচ্ছদক্রিকেটআমরা ব্যাটিং করি বা বোলিং করি, শুরুটা খুব ভালো করা দরকার :...

আমরা ব্যাটিং করি বা বোলিং করি, শুরুটা খুব ভালো করা দরকার : সাকিব

শেষ ওয়ানডেতে বড় জয় পেলেও সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ হারে বড় ব্যবধানে। দাঁড়াতেই পারেনি আফগানিস্তানের সামনে। অন্যদিকে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালও অবসর নেন। সব মিলিয়ে ওয়ানডে সিরিজে একটা যাচ্ছেতাই অবস্থা পার করে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিলো এর প্রভাব হয়তো পড়েছে ড্রেসিংরুমেও।সাকিব বলেন, ‘আমি মনে করি যে, টি-টোয়েন্টিতে মোমেন্টামটা খুব দরকার। আমরা কিভাবে ম্যাচ শুরু করি, এই শুরুর উপর ম্যাচের ভাগ্য গড়ে দেয়। আমরা ব্যাটিং করি বা বোলিং করি, শুরুটা খুব ভালো করা দরকার।


তবে সাকিব আল হাসান জানালেন, জয় কিংবা হার, পরিবর্তন নেই ড্রেসিং রুমের আবহে, বাইরে থেকে যাই মনে হোক, অস্থীতিশীল হয় না কখনো ড্রেসিংরুম।

শুক্রবার সিলেটে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে এমন দাবি করেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব।

বৃহস্পতিবার অনুশীলন শেষে ম্যাচ-পূর্বক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘বাইরে থেকে অনেক কিছু অনেক রকম মনে হতে পারে। তবে ড্রেসিংরুমে মনে হয় না আমরা কখনো আনসেটেল্ড ছিলাম, রেজাল্টের কারণেই আপনাদের মনে হয় এমনটা। আমরা জিতি বা হারি ড্রেসিং রুমের পরিবেশটা খুব বেশি পরিবর্তন হয় না।’

‘আমাদের এখন চেষ্টা থাকে আমরা নিজেদের কিভাবে উন্নতি করতে পারি। সে হিসেবে দলের জন্য পারফর্ম করতে পারি, দলের জন্য অবদান রাখতে পারি।’

সংক্ষিপ্ত ফরম্যাটের বরাবরই ভয়ংকর আফগানিস্তান ক্রিকেট দল। বিশেষ করে স্পিন আক্রমণে দলটির সামর্থ্যের কথা কারো অজানা নয়। বিশ্বব্যাপী ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও আফগান স্পিনারদের আধিপত্য দৃশ্যমান। যেখানে সবচেয়ে বড় নাম রাশিদ খান। ভয়ের কারণ হতে পারেন মুজিবুর রহমানও।

তবে একক কাউকে নিয়ে ভাবতে নারাজ সাকিব। একই নীতি নিজেদের ক্ষেত্রেও। আফগানদের হারাতে সাকিবের চাওয়া, দলগত লড়াই। এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমরা প্রতিপক্ষের নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে ভাবছি না। আমাদের দলের ব্যাপারেও একই। নির্দিষ্ট কোনো বোলার বা ব্যাটসম্যানের উপর ভরসা করছি না। আমরা চাই যে আমরা একটা দলগত পারফরম্যান্স।’

ওয়ানডে সিরিজে একেবারেই ব্যর্থ ছিলো উদ্বোধনী জুটি। কোনো ম্যাচেই প্রভাব ফেলতে পারেনি, পারেনি দাঁড়াতে। আবার বল হাতেও শেষ ম্যাচ ছাড়া শুরুটা তেমন ভালো করতে পারেনি টাইগাররা। তবে টি-টোয়েন্টি সিরিজে এর পরিবর্তন চান সাকিব। অধিনায়কের চাওয়া ভালো শুরু পাওয়া।

উল্লেখ্য, আগামীকাল (১৪ জুলাই) সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রশিদ খানদের বিপক্ষে মুখোমুখি হবে সাকিব বাহিনী। একই ভেন্যুতে ১৬ জুলাই হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত