মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img
প্রচ্ছদক্রিকেটতৃতীয়বারের মতো বাবা হলেন তাসকিন 

তৃতীয়বারের মতো বাবা হলেন তাসকিন 

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ তৃতীয়বারের মতো বাবা হলেন।এর আগে তাসকিন-রাবেয়া দম্পতির এক পুত্র ও কন্যা সন্তান ছিল।

বুধবার মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে কন্যা সন্তান আগমনের সুখবরটি জানান তিনি।

ফেসবুকে তাসকিন লেখেন, আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।

গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তৃতীয় সন্তানের বাবা হলেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। পরের বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা হন এই তারকা পেসার। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত