শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালআমতলীআমতলীতে মাছের পোনা অবমুক্ত

আমতলীতে মাছের পোনা অবমুক্ত

এইচ এম রাসেল, বিশেষ প্রতিনিধিঃ

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরগুনার আমতলীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে ।

বুধবার (০৬ নভেম্বর) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার আমতলী তালতলী সার্কেল রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা তন্ময় কুমার দাশসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপজেলা মৎস কর্মকর্তা তন্ময় কুমার দাশ জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১৩ টি প্রাতিষ্ঠানিক পুকুর-জলাশয়ে ৩৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। তিনি আরও জানান, আমিষ ও মাছের চাহিদা পূরণে সরকার এই উদ্যোগ নিয়েছে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত