নিজস্ব প্রতিনিধিঃ
বরগুনা জেলা যান্ত্রিকযান ত্রিহুইলার মাহেন্দ্র মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে অপ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ৭ নভেম্বর সকাল ১১ টা আমতলী জনতা ব্যাংকের নিচে তালুকদার ভবনের নিচে আমতলী মাহেন্দ্র মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের অফিস কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে বলেন, আমাদের বিরুদ্ধে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ ইউটিউবে আমাদের বিষয়ে মিথ্যা অপপ্রচার প্রচারিত হয়েছে।
তাই উক্ত প্রকাশিত প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. রফিক, খলিলুর রহমান, কাওসার, কালাম স্বপন কবিরাজ, জাকির হোসেনসহ মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের নেতৃবন্দরা।