বরগুনা

বরগুনায় জামায়াতে সাবেক আমির আটক

বরগুনায় জামায়াতে ইসলামীর সাবেক আমির তৈয়ব আলীকে (৬৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরশহরের কেজি স্কুল সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক তৈয়ব আলী বামনা উপজেলার ছোনবুনিয়া এলাকার মরহুম আমির মল্লিকের ছেলে।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম মিলন বলেন, গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকের অন্যরা পালিয়ে গেছে।

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ২০১৫ ও ২০২২ সালের দু’টি মামলা রয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button