ক্রিকেটখেলাধুলা

সব শঙ্কা কেটে গেছে , এশিয়া কাপ ৩১ আগস্ট শুরু 

সব শঙ্কা কেটে গেছে, মাঠে গড়াচ্ছে বহুল কাঙ্খিত এশিয়া কাপ। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে সায় দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেই সাথে এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে আসর শুরু ও শেষের তারিখও।

ফলে স্বস্তি ফিরেছে এশিয়ার ক্রিকেট মহলে, কেটে গেছে টালমাটাল অবস্থা। দীর্ঘ দুই মাসের গোলকধাঁধাঁ ভেঙে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় মাঠে গড়াচ্ছে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই।

ওয়ানডে সংস্করণের এবারের এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৩১ আগস্ট, ফাইনাল মাঠে গড়াবে ১৭ সেপ্টেম্বর। ছয় দলের মোট ম্যাচ সংখ্যা ১৩টি। এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান থাকলেও দ্বিগুণেরও বেশি ম্যাচ গড়াবে শ্রীলঙ্কার মাটিতে। মাত্র ৪ ম্যাচ খেলা হবে পাকিস্তানে, বাকি ৯ ম্যাচ গড়াবে দ্বীপরাষ্ট্রে।

৬ দল খেলবে দুইভাগে ভাগ হয়ে। গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপ বি-তে ঠাঁই হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে একটি করে ম্যাচ। আর সেখান থেকে সেরা দুটো করে মোট ৪টি দল উঠবে সুপার ফোরে। সেখানে সবাই অপরের মুখোমুখি হবে একটি করে ম্যাচে। সেরা দুই দল যাবে ফাইনালে।

গ্রুপ পর্বে ভারতের দুই ম্যাচ বাদে বাকি ৪টি হবে পাকিস্তানে। এই হিসাবে পাকিস্তান গ্রুপ পর্বে নিজেদের মাঠে খেলবে কেবল নেপালের বিপক্ষে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুটি করে ম্যাচ খেলবে পাকিস্তানে। আর স্বাভাবিকভাবেই সুপার ফোর ও ফাইনাল হবে শ্রীলঙ্কায়

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button