ক্রিকেটখেলাধুলা

বিসিবি থেকে ১০ লাখ টাকা উপহার পাচ্ছেন মুশফিকুর রহিম

বিসিবি থেকে ১০ লাখ টাকা উপহার পাচ্ছেন মুশফিকুর রহিম। মাঠের ক্রিকেটে দীর্ঘ দেড়যুগ ধরে অসামান্য অবদান রাখায় কৃতজ্ঞতা স্বরূপ মুশফিককে বিশেষ এই সম্মাননা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।দেশের ক্রিকেটে তার অনস্বীকার্য অবদানের জন্য সম্মাননা স্বরূপ এই ক্রিকেটারকে ১০ লাখ টাকা দিয়েছেন বিসিবি সভাপতি। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার এই সম্মাননা পাননি। ভবিষ্যতেও যে সহজে পাচ্ছেন না কেউ, তাও পরিষ্কার বলে দিয়েছেন পাপন।

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। সময়ের আবর্তে মুশফিক এখন জাতীয় দলের ব্যাটিং ভরসার নাম। নামের সামে আছে ১৪ হাজারেরও বেশি রান। বাংলাদেশ দলের উত্থান-পতনের সঙ্গীও তিনি।

সোমবার (১৯ জুন) একটি গণমাধ্যমের সাথে আলাপকালে নাজমুল হাসান বলেন,‘একদিন মুশফিক খেলা শেষ করে আমাকে বলছিল, আপনি আমাকে কোনোদিন কিছু দেননি। এটা শুনে আমিও চিন্তা করে দেখলাম আসলে ওকে তো আমি কোনোদিন আলাদা করে কিছু দেইনি। সে জন্য ওকে দেয়া হয়েছে।’

তবে সহসাই যে এমন মোটা অঙ্কের পুরস্কার কেউ যে পাচ্ছেন না তাও স্পষ্ট বিসিবি সভাপতির পরের মন্তব্যে। যেখানে তিনি বলেন,‘মুশফিককে দেয়া হয়েছে, কিন্তু এটা তো এখন মিডিয়াতে আসবে। তাহলে হয়ত সবাই চাইবে। তাই এবারই শেষ আর কাউকে দেবো না।

তাছাড়া দেশের স্বার্থে প্রায়শই বিশ্বের বড় বড় লিগ থেকে আসা বিভিন্ন ফ্রাঞ্চাইজির মোটা অঙ্কের অফার পেয়েও দেশকে প্রাধান্য দেয়ায় ক্রিকেটারদের আর্থিক অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যার পরিমাণ ৭০ লাখ ৫১ হাজার ২৮২ টাকা।

যদিও কবে নাগাদ তা দেয়া হবে এ নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে এ প্রসঙ্গে গণমাধ্যমকে বোর্ড সভাপতি বলেন, ‘তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মাশরাফি এরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। এর আগেও অনেকে ছিল, এখনো আছে। কিন্তু এদের একটা বিশেষ ব্যাপার আছে। তাই মনে হয়েছে ওদের জন্য কিছু করা উচিত।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button