পবিত্র হজ পালন করতে সৌদি গেলেন মাহমুদউল্লাহ – Channel A
ক্রিকেটখেলাধুলা

পবিত্র হজ পালন করতে সৌদি গেলেন মাহমুদউল্লাহ

আগেই জানা ছিল এ বছর পবিত্র হজ পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সে লক্ষ্যে সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি।মিষ্টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান। সেখানে তিনি লেখেন, ‘আসসালামুয়ালাইকুম। আমার স্বামী হজ পালনের জন্য দেশ ছেড়েছেন, মাশাআল্লাহ! আলহামদুলিল্লাহ! আল্লাহ তার হজ কবুল করুন এবং তার গুনাহ মাফ করুন। আমিন। অনুগ্রহ করে তাকে আপনার আন্তরিক প্রার্থনায় রাখবেন।

বৃহস্পতিবার দুপুরে রিয়াদের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি।

এর আগে হজ পালনের জন্য বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন মাহমুদউল্লাহ। যার কারণে তাকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে রাখা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে রিয়াদের জাতীয় দলে খেলা নিয়ে চলছে নানান আলোচনা।

ক্রিকেটীয় ক্যারিয়ারের শেষ সময়ে এসে নিজের সেরা ছন্দ খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ। যার কারণে বারবারই দলে তাকে বিবেচনা করা হচ্ছে না। এরই মধ্যে জাতীয় দলে তার পজিশনে খেলার মতো বেশকিছু তরুণ ক্রিকেটার রয়েছে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button