হবে ক্রিকেট মিউজিয়াম , বিখ্যাত অনার্স বোর্ড আসছে বাংলাদেশে – Channel A
ক্রিকেটখেলাধুলা

হবে ক্রিকেট মিউজিয়াম , বিখ্যাত অনার্স বোর্ড আসছে বাংলাদেশে

অনার্স বোর্ড আসছে বাংলাদেশে। একটি নয়, দুই-দুটো অনার্স বোর্ড বসবে বাংলাদেশের দুটো স্টেডিয়ামে। যার একটি প্রত্যাশিতভাবেই মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, অন্যটি নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে লিপিবদ্ধ থাকবে এই মাঠে গড়া ক্রিকেটারদের গৌরবগাঁথা।বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির এই চেয়ারম্যান জালাল ইউনুস। মঙ্গলবার গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘অনার্স বোর্ড নিয়ে আমাদের ভাবনা আছে। শুধু মিরপুরেই নয়, শেখ হাসিনা স্টেডিয়ামেও আমরা এটা তৈরির ভাবনায় আছি।

ক্রিকেটের তীর্থভূমি’ ইংল্যান্ডের লর্ডসের ভেন্যুতে প্রথমবার দেখা মেলে অনার্স বোর্ডের। যেখানে ক্রিকেটারদের অনবদ্য পারফরম্যান্সের রেকর্ড লিখে রাখা হয়। শতবর্ষী এই মাঠের অনুকরণে বিশ্বের বিভিন্ন দেশের নানা স্টেডিয়ামে দেখা মেলে অনার্স বোর্ডের। এবার বাংলাদেশেও দেখা মিলবে অনার্স বোর্ডের।

উল্লেখ্য, ২০১০ সালের ২৮ মে টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লিখিয়েছিলেন পেসার শাহাদাত হোসেন রাজীব। দুইদিন পর একই ম্যাচে শতক হাঁকিয়ে এখানে ঢুকে যান তামিম ইকবালও।

শুধু অনার্স বোর্ড নয়, একটা ক্রিকেট মিউজিয়ামও তৈরি করতে চায় বিসিবি। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামকে ঘিরে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন জালাল ইউনুস। বিপরীতে মিরপুরে একটি ট্রফি সম্বলিত একটি ক্যাবিনেট রাখার পরিকল্পনা আছে বলে জানান তিনি।

জালাল ইউনুস বলেন, ‘আমাদের আরো কিছু পরিকল্পনা আছে। যেমন, মিরপুর স্টেডিয়ামে ট্রফি ক্যাবিনেট তৈরি করা। যেন মাঠে ঢুকতেই, তা দৃশ্যমান হয়। এছাড়া শেখ হাসিনা স্টেডিয়ামে তো মিউজিয়াম তৈরির ভাবনাও আছে আমাদের।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button