হ্যারি ব্রুককে মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে – Channel A
ক্রিকেটখেলাধুলা

হ্যারি ব্রুককে মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে

হ্যারি ব্রুককে বলা হয় ইংলিশ ক্রিকেটের আগামীর তারকা। আগামীতে ক্রিকেট বিশ্ব মাতাবেন এমন ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকাতে অনায়াসে ঢুকে যাবেন তিনি। তার এমন সম্ভাবনাকে দেশের জন্য কাজে লাগাতে সাহসী এক উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট। ব্রুককে মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে তারা।

হালের ক্রিকেটে চলছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের রাজত্ব। অর্থের ঝনঝনানির এই সব আসর এখন আন্তর্জাতিক ক্রিকেটের গলার কাঁটা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ক্রিকেটারদের দলে ভিড়িয়ে থাকে তারা। এমনকি অনেক সময় টাকার লোভে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে জাতীয় দল থেকেও অব্যাহতি নিয়ে থাকে ক্রিকেটাররা।

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চাহিদার অন্যতম শীর্ষে হ্যারি ব্রুক। বয়স একেবারে কম হওয়ায় এখনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কাছে ব্রুককে হারাতে চাইছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ব্রুককে কয়েক বছরের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিচ্ছে যাচ্ছে তারা। যেখানে চুক্তি অনুযায়ী বছরে এক মিলিয়ন পাউন্ডের বেশি বেতন পেতে পারেন ব্রুক।

ইংল্যান্ডের গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, শুধু ব্রুক নয়, আরো বেশ কয়েকজন ক্রিকেটারকে এই চুক্তির আওতাধীন করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি খেলোয়াড় হারানোর ঝুঁকি কমাতে এমন চুক্তির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন।

নতুন চুক্তি অনুযায়ী, ধারণা করা হচ্ছে যে ব্রুকের বেতন বছরে এক মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবে। তবে এর জন্য কোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে পারবেন না ব্রুক। শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার অনুমতি দেয়া হবে তাকে। শেষবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ব্রুক, যেখান থেকে তার আয় ছিল ১.৩ মিলিয়ন পাউন্ড।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button