শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদক্রিকেটপ্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিলেটে চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি। এই মেঘে ঢাকছে আকাশ, তো এই হাসছে সূর্য। তবে এর মাঝেই হয়েছে টস৷ টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।

খেলাটা দুই দলের হলেও লড়াই যেন ত্রিমুখী। বাংলাদেশ-আফগানিস্তান শুধু নয়, খেলবে আজ সিলেটের আবহাওয়াও। ইতোমধ্যে খেলতে শুরুও করে দিয়েছে। কখনো রোদ তো কখনো বৃষ্টি, যেন চলছে লুকোচুরি।

তবে এর মাঝেই ভিড় বাড়ছে সিলেট স্টেডিয়াম প্রাঙ্গণে। প্রিয় দলের খেলা দেখতে ইতোমধ্যেই গ্যালারি ভরতে শুরু করেছে, হয়ে উঠেছে উৎসব মুখর। তবে আপাতত টস হয়েছে। টসে হেরে আগে ব্যাট করবে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), রনি তালুকদার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।

আফগানিস্তান একাদশ
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত