খেলাধুলাফুটবল

পিএসজিকে ইন্সটাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন মেসি

পিএসজিতে সুখী ছিলেন না লিওনেল মেসি, খবরটা পুরনো। মেসি নিজেই বলেছিলেন, তার আর পরিবারের জন্য খুব কঠিন ছিল প্যারিস অধ্যায়। কিলিয়ান এমবাপ্পেও কথা বলেছেন একই সুরে। বলেছিলেন, পিএসজিতে যোগ্য সম্মান পাননি মেসি।

মহা ধুমধামে সম্পর্কের সূচনা হলেও ক্রমশ তা হয়েছে তিক্ত। কতটা তিক্ততা ছড়িয়েছিল সম্পর্ক, তা বুঝা গেলো ইন্টার মিয়ামিতে যোগ দিয়েই পিএসজিকে আনফলো করায়। সদ্য সাবেক এই ক্লাবকে ইন্সটাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, ইনস্টাগ্রামে মেসির অনুসারীর সংখ্যা ৪৭ কোটি ৮০ লাখ হলেও তিনি মাত্র ২৮১টি অ্যাকাউন্টকে অনুসরণ করতেন। তবে বৃহস্পতিবার সেটা ২৮০ তে নেমে আসে। খুঁজ নিয়ে দেখা যায়, পিএসজির অ্যাকাউন্টটি ‘আনফলো’ করেছেন মেসি।

এর আগে গত বুধবার মায়ামিতে পাড়ি জমান মেসি। তবে এরই মাঝে নতুন এই শহরে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি। ফ্যামিলি নিয়ে ঘুরছেন শহর জুড়ে। এমনকি বৃহস্পতিবার একটি পাবলিক সুপার শপেও বাজার করতে দেখা গেছে মেসিকে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লিগে মেসির অভিষেক হবে ২১ জুলাই লিগস কাপে। সেখানে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন তিনিম।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button