শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদক্রিকেটসিরিজে সমতায় ফিরল ভারত, বাংলাদেশের বিশাল পরাজয়

সিরিজে সমতায় ফিরল ভারত, বাংলাদেশের বিশাল পরাজয়

সুযোগ ছিল সিরিজ জয়ের, প্রথম ওয়ানডেতে জয় নিয়ে কাজ অনেকটা সহজ করে রাখে বাঘিনীরা। ওই লক্ষ্যেই দিনের শুরু। তবে সময়ের সাথে সাথে প্রভাব বিস্তার করতে থাকে ভারত। প্রথমে ব্যাট, অতঃপর বল হাতে স্বাগতিকদের চেপে ধরে তারা। শেষ পর্যন্ত সিরিজে ফেরায় সমতা। দ্বিতীয় ওয়ানডেতে ভারতের জয় ১০৮ রানে।

প্রথমবারের মতো ভারতকে ওয়ানডে হারানোর সুখস্মৃতি নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। তবে এদিন ঘুরে দাঁড়ায় ভারত, জোড়া অর্ধশতকে ভর করে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২২৮ রান তুলে তারা। জবাবে ব্যাট করতে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। একাদশের আটজনই পাননি দুই অংকের দেখা। শেষ ৭ উইকেট হারায় মাত্র ১৪ রানে!

২২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় ১৪ রানে শারমিন আক্তার (২) ফেরেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। পরের ওভারে মুর্শিদা খাতুন আউট হন ১৯ বলে ১২ রান করে। চারে নেমে চেষ্টা করেও থিতু হতে পারেননি লতা মন্ডল। ২৩ বলে ৯ রান করেন তিনি।

৩৮ রানেই হারায় ৩ উইকেট হারানোর পর ফারজানা হক ও রিতু মণি মিলে গড়েন ৬৮ রানের জুটি। ফিফটির পথে থাকা ফারজানা ফেরেন ৪৭ রান করে, তাকে স্টাম্পডে পরিণত করেন দেবিকা বৈদ্য। পরের ওভারেই ফেরেন রিতুও, তার ব্যাটে আসে ২৭ রান। দ্রুত ফেরে রাবেয়া খান (১) ও নাহিদাকে (২)। নিগার সুলতানা জ্যোতিও এদিন দাঁড়াতে পারেননি, ফেরেন মাত্র ৩ রান করে।

৩ উইকেটে ১০৬ থেকে ১২০ রানেই অলআউট বাংলাদেশ। ১৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১০৮ রানের পরাজয় টাইগ্রেসদের। যেখানে একাই চার উইকেটে নেন জেমাইমা রদ্রিগেজের। ৩ উইকেট নেন দেবিকা বৈদ্য।

এর আগে মিরপুরে আগে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৭ রান করা ওপেনার প্রিয়া পুনিয়াকে বোল্ড করেন মারুফা। দলীয় ৪০ রানে মাথায় মারুফার দৃঢ়তাতেই ইয়াস্তিকা ভাটিয়াক ফেরেন (১৫) রান আউট হতে হয়। আর দলীয় ৬৮ রানে ফেরেন দারুণ ব্যাট করতে থাকা স্মৃতি মান্ধানা। তার ব্যাটে আছে ৩৬ রান।

এরপর অধিনায়ক হারমনপ্রীত ও রদ্রিগেজ মিলে ৭৩ রানের জুটি গড়েন। দু’জনের বিচ্ছেদ হয় হাতে ব্যথা পেয়ে হারমনপ্রীত রিটায়ার্ড হার্ট হলে। এরপর হারলিন দেওল ২৫ রান করে আউট হলে আবারো নামেন হারমনপ্রীত। ফের জমে উঠে রদিগেজের সাথে জুটি। এবার দু’জন মিলে জুটিতে যোগ করেন ১৫ বলে ২৫ রান।

৪৯তম ওভারের শেষ বলে রদ্রিগেজ আউট হলে ভাঙে এই জুটি। ৭৮ বলে ৮৬ করে আউট হন তিনি। শেষ ওভারে এসে আউট হন তিন জন, হারমনপ্রীত ফেরেন ৮৮ বলে ৫২ রান করে। দীপ্তি শর্মা ফেরেন ০ রানে, ১ রান আসে স্নেহ রানার ব্যাটে। বাংলাদেশের পক্ষে দুই উইকেট করে নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত