ক্রিকেটখেলাধুলা

এশিয়া কাপ নিয়ে নতুন তথ্য প্রকাশ, এক দিন আগেই শুরু হবে আসর

ভেন্যু নিয়ে অস্থিরতা কেটে গেলেও নানান জটিলতায় এখনো প্রকাশ হয়নি এশিয়া কাপের সূচি। তবে জানা গেছে, সব সমস্যার সমাধান হয়েছে, চূড়ান্ত সূচি প্রকাশের আগে একটি খসড়া সূচি সাজানো হয়েছে। যেখানে অদল-বদল হয়েছে বেশ সিদ্ধান্তের।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ আগস্ট থেকে আসরটি শুরু হবার কথা থাকলেও নতুম খসড়া সূচিতে সেটা এক দিন এগিয়ে ৩০ আগস্ট করা হয়েছে। তবে ফাইনাল থাকছে ১৭ আগস্টেই। বুধবার এমনি এক তথ্য প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।

আগের সূচিতে পাকিস্তানে মাত্র ৪টি ম্যাচ হবার কথা থাকলেও এবার সুপার ফোরের একটি ম্যাচ যুক্ত হয়েছে। তাছাড়া একমাত্র ভেন্যু হিসেবে শুধু লাহোরের নাম থাকলেও খসড়া সূচিতে মুলতানকে যুক্ত করেছে পিসিবি। শুধু আসরের উদ্বোধনী ম্যাচটাই হবে মুলতানে। বাকিগুলো গড়াবে লাহোরে।

৩০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে মুলতানে; স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নবাগত নেপাল। আর ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বিপরীতে বাংলাদেশের অভিযান শুরু ৩ সেপ্টেম্বর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা বাংলাদেশের।

গ্রুপ পর্বের আরেক ম্যাচে শ্রীলঙ্কার সাথে খেলবে টাইগাররা। তবে ম্যাচটি কোথায় খেলবে তা এখনো জানা যায়নি। তবে সুপার ফোরে ওঠলে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানে। একই রীতি আফগানিস্তানের জন্যও। আর সুপার ফোরে ভারত-পাকিস্তান ফের মুখোমুখি হলে সেটা গড়াবে শ্রীলঙ্কায়।

টুর্নামেন্টে সব মিলিয়ে ম্যাচ হবে ১৩টি। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী নেপাল, ‘বি’ গ্রুপে বাংলাদেশ পেয়েছে আফগানিস্তান ও সহ-আয়োজক শ্রীলঙ্কাকে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোর পর্বে খেলবে। এই পর্ব থেকে শীর্ষ দুই দল উঠবে ফাইনালে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button