বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img
প্রচ্ছদখেলাধুলাআল আহলিতে যাচ্ছেন মাহরেজ

আল আহলিতে যাচ্ছেন মাহরেজ

৩০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার সিটি থেকে সৌদি পেশাদার ক্লাব আল আহলিতে যাওয়া নিশ্চিত করেছেন উইঙ্গার রিয়াদ মাহরেজ।আলজেরিয়ার জাতীয় দলের ৩২ বছর বয়সী এই উইঙ্গারের সাথে সিটির আরো দু’বছরের চুক্তি বাকি ছিল। কিন্তু মাহরেজ নিজেই সৌদি পেশাদার লিগে যাবার জন্য মুখিয়ে ছিল। মাহরেজের জায়গায় সিটির ট্যুর স্কোয়াডে যোগ দিয়েছেন গত মৌসুমের দ্বিতীয় ভাগে ধারে বায়ার্ন মিউনিখে খেলতে যাওয়া হুয়াও ক্যান্সেলো।

ইএসপিএন’র পরিবেশিত খবরে এ কথা বলা হয়েছে।

আল আহলির সাথে মাহরেজের চুক্তি বাবদ ২৬ মিলিয়ন পাউন্ডের সাথে বোনাসসহ আরো সব কিছু মিলিয়ে চার মিলিয়ন পাউন্ডসহ সর্বমোট ৩০ মিলিয়ন পাউন্ডের সমঝোতা হয়েছে সিটির।

ট্রান্সফারের সবকিছু সম্পন্ন করার জন্য সিটির প্রাক-মৌসুম টোকিও সফরে যাননি মাহরেজ। এর মাধ্যমে ইতিহাদ স্টেডিয়ামে মাহরেজের পাঁচ বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এই সময়ে মাহরেজ সিটির হয়ে ২০০-রও বেশি ম্যাচ খেলেছেন, চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছেন।

ফ্রি ট্রান্সফার সুবিধায় ইকে গুনডোগান বার্সেলোনায় যোগ দেবার পর দ্বিতীয় হাই-প্রোফাইল খেলোয়াড় হিসেবে ট্রেবল জয়ী সিটি ছাড়লেন মাহরেজ। এখনো বার্নান্ডো সিলভা, অমারিক লাপোর্তে, কাইল ওয়াকার ও কালভিন ফিলিপসের ভবিষ্যত নিয়ে শঙ্কা রয়েছে। যদিও বুধবার এই চারজনই জাপানের বিমানে উঠেছেন।

অন্যদিকে সূত্রটি জানিয়েছে, প্রিমিয়ার লিগের সাম্প্রতিক খেলোয়াড় হিসেবে ফুলহ্যাম মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরা সৌদি আরবে পাড়ি জমানোর দ্বারপ্রান্তে রয়েছেন। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ক্রাভেন কটেজে সফল একটি মৌসুম কাটানোর পর সৌদির বেশ কয়েকটি ক্লাব তার প্রতি আগ্রহ দেখিয়েছে। ২৭ বছর বয়সী পেরেইরা ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ১০ মিলিয়ন পাউন্ডে ফুলহ্যামে আসার পর ৩৩ লিগ ম্যাচে চার গোল করেছেন।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত