খেলাধুলাফুটবল

ইউরোপিয়ান প্রতিযোগিতায় জুভেন্টাসকে নিষিদ্ধ করলো উয়েফা

উয়েফার ফিন্যাসিন্সয়াল ফেয়ার প্লের (এফএফপি) আইন ভঙ্গের দায়ে ইউরোপা কনফারেন্স লিগে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

নিষেধাজ্ঞার পাশাপাশি জুভেন্টাসকে ১৭ দশমিক ১৪ মিলিয়ন পাউন্ডও জরিমানার করা হয়েছে। এই জরিমানা থেকে অর্ধেক ছাড় পাবার সুযোগ থাকছে জুভেন্টাসের সামনে। যদি আগামী তিন বছরের মধ্যে আর্থিক লেনদেনের নিয়ম ঠিকঠাক মেনে চলে।

জুভেন্টাসের পাশাপাশি ইংলিশ ক্লাব চেলসিকেও শাস্তি দিয়েছে উয়েফা। ‘অসম্পূর্ণ আর্থিক তথ্য’ জমা দেয়ার কারণে চেলসিকে জরিমানা ৮ দশমিক ৫৭ মিলিয়ন পাউন্ড আর্থিক জরিমানা গুনতে হবে চেলসিকে। উয়েফা জানিয়েছে, ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন তদন্তে চেলসিকে শাস্তি দেয়া দেয়া হয়েছে। ইতোমধ্যে জরিমানার পুরোটা দিতে সম্মত হয়েছে চেলসি।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button