রাতে দেখা মিলবে হৃদয়-সাকিবের – Channel A
ক্রিকেটখেলাধুলা

রাতে দেখা মিলবে হৃদয়-সাকিবের

জাতীয় দলের জার্সি গায়ে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় এক হয়ে লড়াই করলেও আজ তাদের দেখা মিলবে প্রতিপক্ষরূপে। লঙ্কান প্রিমিয়ার লিগে রাতের ম্যাচে মুখোমুখি হবে তাদের দল। বাংলাদেশ সময় রাত ৮টায় গল টাইটান্স ও জাফনা কিংসের হয়ে মাঠ মাতাবেন উভয়ে।

দুইদিন বিরতি দিয়ে আজ শুক্রবার ফের শুরু হয়েছে এলপিএল। যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গল টাইটান্স ও জাফনা কিংস। ফলে গলের হয়ে সাকিব আর জাফনার জার্সি গায়ে তাওহীদ হৃদয়কে দেখা যাবে প্রতিদ্বন্দ্বিতা করতে।

আসরে দু’জনেই আছেন দারুণ ছন্দে। অভিষেক ম্যাচেই অর্ধশতক হাঁকিয়ে নিজের শক্তির জানান দেয়া হৃদয়, দ্বিতীয় ম্যাচেও ছিলেন সাবলীল। যদিও ইনিংস বড় করতে পারেননি। ২ ম্যাচে তার রান ৭৮, গড় ৩৯ আর স্ট্রাইকরেট ১৩২।

বিপরীতে গলের হয়ে সাকিবও আছেন প্রত্যাশিতরূপে। ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করছেন তিনি। দুই ম্যাচে ৫৩ রান করলেও স্ট্রাইকরেট ১৫১.৪৩। তাছাড়া বল হাতে ৫ ইকোনমি আর ১১ গড়ে নিয়েছেন ৩ উইকেট। বলা যায় নিজের মান অনুযায়ীই খেলছেন এই অলরাউন্ডার।

যদিও দুই ম্যাচে দুই জয় নিয়ে সাকিবের দল গল টাইটান্স অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে, বিপরীতে ১ জয় আর ১ হারে জাফনার অবস্থান পাঁচ দলের মাঝে ৪ নম্বরে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button