শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদক্রিকেটঅধিনায়কত্ব পেলেন লিটন, বেছে নিলেন সেরা একাদশ

অধিনায়কত্ব পেলেন লিটন, বেছে নিলেন সেরা একাদশ

নেতৃত্ব উঠলো লিটন দাসের কাঁধে, অধিনায়কত্ব বুঝে পেয়েছেন তিনি। দায়িত্ব পেয়েই বেছে নিয়েছেন একাদশও। তবে তার নির্বাচিত একাদশে ঠাঁই হয়নি তামিম ইকবালের। ছিলেন না মুশফিক, মাহমুদউল্লাহও৷ তবে টিকে গেছেন সাকিব আল হাসান।নানা প্রশ্নের ভীড়ে উপস্থাপিকা লিটনকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন। এরপর তার বেছে নিতে বলেন তার পছন্দের একাদশ। যেখানে লিটন বেছে নিয়েছেন বিখ্যার কিংবদন্তী ক্রিকেটারদের। যেই তালিকায় রেখেছেন সাকিব আল হাসানকেও। যদিও সাকিবের নামটা স্মরণ করিয়ে দেন উপস্থাক স্বয়ং।

অবাক হবার কিছু নেই। অধিনায়কত্ব পেয়েছেন বটে, তবে তা বিসিবি থেকে নয়। একটা অনুষ্ঠানে উপস্থাপক থেকে নেতৃত্ব পান তিনি। যেখানে তাকে অধিনায়ক ঘোষণা করে বলা হয় সেরা একাদশ বেছে নিতে। বাংলাদেশ একাদশ নয়, তার দেখা সর্বকালের সেরা একাদশ। 

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে লিটন দেশে ফিরেছেন দিন দুয়েক হল। এখনো জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি। তবে বৃহস্পতিবার (১০ আগস্ট) আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান মানিগ্রামের একটি অনুষ্ঠানে যোগ দেন লিটন। যেখানে সাংবাদিকদের পাশাপাশি উপস্থাপিকার কিছু প্রশ্নের উত্তরও দিতে হয়েছে লিটনকে।

নিজে অধিনায়ক বলে বাংলাদেশ থেকে একাদশে তার থাকা আবশ্যিক। উইকেট কিপার হিসেবেও নেননি বাড়তি কাউকে। নিজের একাদশ সাজাতে গিয়ে লিটন বলছিলেন, ‘আমি যেহেতু অধিনায়ক তাহলেতো আমি আছি অবশ্যই একাদশে। উইকেট কিপারের দরকার নাই।’

অতঃপর একাদশ সাজান লিটন। বলছিলেন এভাবে যে ‘ওপেনার বীরেন্দর শেবাগ, সনাথ জয়সুরিয়া। এরপরে শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, বাংলাদেশ থেকে আমি অধিনায়ক। দু’জন স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন। 

বাংলাদেশ থেকে অন্য কোনো ক্রিকেটার দলে নিচ্ছেন না দেখে এ সময় উপস্থাপিকা সাকিব আল হাসানের নাম উচ্চারণ করেন। তখন লিটন হেসে বলেন, ‘সাকিব ভাই? হুম থাকতে পারে।’ এরপর পেসার হিসেবে বেছে নেন শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, চামিন্দা ভাসকে।

অধিনায়ক লিটনের সেরা একাদশ

বীরেন্দর শেবাগ, সনাথ জয়সুরিয়া, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, সাকিব আল হাসান, লিটন দাস (অধিনায়ক ও কিপার), মুত্তিয়াহ মুরালিধরন, শেন ওয়ার্ন, শোয়েব আখতার, ওয়াসিম আকরাম ও চামিন্দা ভাস।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত