শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদখেলাধুলা বিশ্বকাপ ফাইনালে আসছেন ডি মারিয়া

 বিশ্বকাপ ফাইনালে আসছেন ডি মারিয়া

কিছু দিন আগে এমি মার্টিনেজকে কলকাতায় আনা স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত এবার বিশ্বকাপ ফাইনালের গোলদাতা ডি মারিয়াকে কলকাতায় আনার উদ্যোগ নিয়েছেন। এমনটাই গুঞ্জন রয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।

কাতার বিশ্বকাপে বাংলাদেশী আর্জেন্টিনাভক্তরা যেভাবে উৎসাহ আর উদ্দীপনা নিয়ে সমর্থন দিয়েছেন মেসিদের, সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এখন যা সবার জানা। অজানা নয় আর্জেন্টিনার ফুটবলারদেরও। তাইতো ভারত সফরের আমন্ত্রণ পেয়ে সেচ্ছায় বাংলাদেশ ঘুরে গিয়েছিলেন এমিলিয়ানো।

যদিও মাত্র ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি টান দেখা হয়নি এমিলিয়ানোর। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ও বিশেষ কিছু মানুষ দেখা পেয়েছিলেন গোল্ডেন গ্লাভসজয়ী এই তারকার। তবে ডি মারিয়ার বেলায় বাংলাদেশের সাধারণ সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দেয়ার ইচ্ছে শতদ্রুর।

বাংলাদেশ ও ভারত সফরে আসছেন ডি মারিয়া তা নিশ্চিত। সব কিছু ঠিক থাকলে হয়তো অক্টোবরের শেষদিকেই কলকাতায় দেখা যেতে পারে ডি মারিয়াকে। যদিও এখন দিন তারিখ চূড়ান্ত করেননি এই তারকা ফুটবলার। তবে ধারণা করা হচ্ছে আগামী ২১-২৬ অক্টোবরের মধ্যে যেকোনো সময় কলকাতায় পা রাখতে পারেন ডি মারিয়া।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত