খেলাধুলাফুটবল

সৌদি লিগের খেলা যুক্তরাষ্ট্রে সম্প্রচার করবে ফক্স

সৌদি প্রো লিগের সম্প্রচার স্বত্ব পেয়েছে ফক্স স্পোর্টস। যুক্তরাষ্ট্রে লিগের খেলার সম্প্রচারের পাশাপাশি পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিভিন্ন খবরা-খবরও সম্প্রচার করবে এই সম্প্রচারক প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১১ আগস্ট) এই ঘোষণা দিয়েছে ফক্স স্পোর্টস।

রোনালদো ও করিম বেনজেমার অংশগ্রহণে আগামী সোমবার দুটি ম্যাচ সম্প্রচারের মাধ্যমে তাদের চুক্তির কার্যক্রম শুরু করবে ফক্স। প্রতিষ্ঠানের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এই মৌসুমে ১০০টি ম্যাচ সম্প্রচার করবে ফক্স। তারা ইংলিশ ও স্প্যানিশ লিগেরও সম্প্রচার স্বত্ব লাভ করেছে। ম্যাচগুলো ফক্স স্পোর্টস টু, ফক্স ডিপোর্টেসের পাশাপাশি ফক্স সকার প্লাসেও সম্প্রচারিত হবে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button