ক্রিকেটখেলাধুলা

দক্ষিণ আফ্রিকা দলে প্রথমবার ‘বেবি এবি’

সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়ে এরই মধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে ফেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এবার দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে ডাক পেয়েছেন ‘বেবি এবি’। তবে এটা তার নাম নয়, উপাধি। আসল নাম ডেওয়াল্ড ব্রেভিস। এবি ডি ভিলিয়ার্সের সাথে ব্যাটিং ধরনে অবিশ্বাস্য মিল থাকায় ব্রেভিসকেই ডাকা হয় ‘বেবি এবি’ নামে।

অভিষেকের আগেই আলো ছড়ানো ব্রেভিসের জন্য এবার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের দরজাও খুলে গেল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। আর দুই সংস্করণের দলেই আছেন ব্রেভিস।

নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে এসেছেন ব্রেভিস। ২০২২ যুব বিশ্বকাপে ৬ ইনিংসে ৮৪ দশমিক ৩৩ গড়ে করেন ৫০৬ রান। এরপর বিভিন্ন লিগ মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৪ ম্যাচ খেলে করেছেন এক হাজার ৫৫ রান। স্ট্রাইকরেট ১৪১.৮০। নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি। তাছাড়া আটটি লিস্ট ‘এ’ ম্যাচে তার রান সংখ্যা ২৪৭।

অস্ট্রেলিয়া সিরিজে নতুন মুখ আছেন আরো দু’জন। ডোনাভান ফেরেইরা ও ম্যাথু ব্রিটসকি। দু’জনই আছেন টি-টোয়েন্টি দলে। তবে কুইন্টন ডি কক, হাইনরিখ ক্লসেন, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদাকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি শুরু আগামী ৩০ অগাস্ট। ওয়ানডে সিরিজ শুরু ৭ সেপ্টেম্বর থেকে।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল : এইডেন মারক্রাম (অধিনায়ক), টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটসকি, ডেওয়াল্ড ব্রেভিস, জেরল্ড কুটসিয়া, ডোনাভান ফেরেইরা, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস ও রাসি ফন ডার ডাসেন।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, তাবরাইজ শামসি, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডাসেন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button