ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব

এশিয়া কাপে অংশ নিতে রোববার শ্রীলঙ্কার উদ্দেশ্য উড়াল দেবে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে আজ শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিবি। প্রধান কোচ হাথুরাসিংহের পাশাপাশি উপস্থিত ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় মেয়াদে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার পর যা তার প্রথম সংবাদ সম্মেলন।

শনিবার বেলা দেড়টার দিকে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবাদ সম্মেলন কক্ষেই সাংবাদিকদের মুখোমুখি হন হাথুরুসিংহে ও সাকিব। জানান এশিয়া কাপকে ঘিরে দলের লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা ও আকাঙ্ক্ষার কথা। যা পূরণে নিজেদের যথেষ্ট প্রস্তুত বলেই জানিয়েছেন প্রধান কোচ। তবে অধিনায়ক সাকিবের চোখ তরুণদের দিকে।

বাংলাদেশ জাতীয় দলের এশিয়া কাপ বহরে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এক ঝাঁক ক্রিকেটার। শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয় জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। শামীম পাটোয়ারীও আগে থেকেই আছেন দলে। আর নতুন করে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব আর তানজিদ তামিম।

এই তরুণ ক্রিকেটারদের পেয়ে বেশ উচ্ছ্বসিত সাকিব। তিনি মনে করেন, জাতীয় দলের ড্রেসিং রুমেও এই তরুণরা পরিবর্তন আনতে পারবেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, ‘ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে। তাদের মাঝে ওয়ার্ল্ডকাপ উইনিং মেন্টালিটি আছে। আমার মনে হয় এটা আমাদের দলকে আরো ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। ওরা জিততে চায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, ওরা এই মেন্টালিটিটা নিয়েই ড্রেসিং রুমে আসবে এবং ড্রেসিং রুমের পরিবেশটাও ওভাবেই গড়ে তুলবে।’

এই সময় বিশেষভাবে তানজিদ হাসান তামিমকে নিয়ে কথা বলেন সাকিব। ‘আমি তাকে নিয়ে অনেক আশাবাদী। শুধু আমি না, পুরো দলই ওকে নিয়ে আশাবাদী যে ও অনেক ভালো খেলবে। এমন না যা এই দুই ম্যাচ বা চার ম্যাচে ভালো না করে তাহলে ও ভালো হতে পারবে না। আবার এমন না যে এই চার ম্যাচে ভালো করলেই ভালো প্লেয়ার হয়ে যাবে।’

অধিনায়ক বলেন, ‘সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করব তার থেকে, সে যেভাবে পারফরম্যান্স করে আসছে, এখন যেখানেই খেলবে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে। আমাদের দায়িত্ব হলো ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button