ক্রিকেটখেলাধুলা

বিশ্বকাপে থাকছে জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান

ঘরের মাঠে বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে আয়োজনে ত্রুটি রাখছে না ভারত। এবার জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রথম ম্যাচের ভেন্যু বিখ্যাত আহমেদাবাদ স্টেডিয়ামেই হয়তো দেখা বিখ্যাত সব বলিউড তারকাদের।

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে বিশ্বকাপ। তবে এর আগে ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে বিসিসিআই। ক্রিকেটের উত্তেজনা বাড়িয়ে দিতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে বলেই বলা যায়।

বিশ্বের নানা দেশ থেকে আসা সমর্থকদের বিনোদিত করতে ও নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এমন আয়োজন।

এদিকে বিশ্বকাপের ১০ অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেইনস ডে’ এর আয়োজন করা হবে। অধিনায়কেরা ৪ অক্টোবর সন্ধ্যায় ফটোসেশন করবেন। সংক্ষিপ্ত বক্তব্যও রাখবেন তারা।

অনুষ্ঠানে থাকবেন আইসিসির কার্যনির্বাহী বোর্ডের সদস্যরা, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিরাসহ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের বোর্ড প্রেসিডেন্টরা।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button