বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img
প্রচ্ছদক্রিকেটএশিয়া কাপের প্রথম ম্যাচে লিটনকে ছাড়াই শুরু করতে হবে বাংলাদেশকে

এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটনকে ছাড়াই শুরু করতে হবে বাংলাদেশকে

শঙ্কাই সত্য হলো, এশিয়া কাপ শুরুর আগেই দুঃসংবাদ। লিটনকে ছাড়াই এশিয়া কাপ মিশন শুরু করতে হবে বাংলাদেশকে। এখনো দেশেই রয়েছেন লিটন, আজও উড়াল দেয়া হয়নি শ্রীলঙ্কায়। ভাইরাস জ্বর থেকে এখনো সেরে উঠতে পারেননি এই ব্যাটার।

বৃহস্পতিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। তবে সেই ম্যাচে থাকছেন না লিটন কুমার দাস। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে এই ম্যাচের জন্য বিকল্প কাউকেই নিচ্ছে না বোর্ড।

এই প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘সুস্থ হলে আজই লিটনের যাওয়ার কথা ছিল, কিন্তু আজ সে যেতে পারেনি। আমরা তার আপডেটের অপেক্ষা করছি। সুস্থ হলেই যেন দ্রুত যেতে পারে। তবে নিশ্চিতভাবেই প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।’

নতুন খবর অনুযায়ী জানা গেছে, ফের লিটনকে রক্ত পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে ল্যাবে। এই পরীক্ষার রিপোর্টের ওপর বোঝা যাবে তার অবস্থা। সুস্থ বোধ করলে বুধবার সকালেই শ্রীলঙ্কার বিমান ধরবেন তিনি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের মুখেও শোনা গেল একই সুর।

জালাল ইউনুস বলেন, ‘লিটন সুস্থ হলে সে যাবে, আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে। যদি আজ সুস্থ হয়ে যায় তাহলে কালকের মধ্যে ওকে শ্রীলঙ্কা নিয়ে যাবার চেষ্টা করব। সে তো আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, নির্ভরযোগ্য ওপেনার।’

তামিম ইকবাল নেই, দলের সেরা ওপেনার হিসেবে এশিয়া কাপে ইনিংস উদ্বোধনের দায়িত্ব পড়েছিল লিটনের কাঁধে। তবে দল রোববার শ্রীলঙ্কায় চলে গেলেও যাওয়া হয়নি লিটনের। গত ৪ দিন ধরেই জ্বরে ভুগছেন তিনি। এখনো কমেনি জ্বরের তীব্রতা। এবার প্রথম ম্যাচের জন্য ছিটকে গেলেন লিটন। দলের জন্য যা অনাকাঙ্ক্ষিত ঘটনা।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত