বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
spot_img
প্রচ্ছদখেলাধুলাপিএসজিতে প্রাপ্য সম্মানটা পাননি মেসি : এমবাপ্পে

পিএসজিতে প্রাপ্য সম্মানটা পাননি মেসি : এমবাপ্পে

প্যারিস সেইন্ট জার্মেইনতে (পিএসজি) এসেছিলেন হাসিমুখে, সুখের ভেলায় ভেসে, আনন্দের বারিধারা নিয়ে। সাথে ছিল এক আকাশ সম্ভাবনা। তবে বিদায় বেলাটা তেমন আবেঘন ছিল না। দু’বছরের মাঝেই সম্পর্কে সৃষ্টি হয়েছে তিক্ততা, ভর করেছিল বিষন্নতা। শুনতে হয়েছে দুয়োও। সব মিলিয়ে সুখকর ছিল না ফরাসি ফুটবলে লিওনেল মেসির পথচলা।

এরই মাঝে মেসিকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পিএসজির আরেক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তার মতে পিএসজিতে প্রাপ্য সম্মানটা পাননি মেসি।

বুধবার (১৪ জুন) ইতালির সংবাদমাধ্যমকে ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’ দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না মেসি পিএসজি ছাড়ায় অনেকেই বেশ খুশি। মেসি আর্জেন্টাইন অন্যতম সেরা ফুটবলার। তিনি পিএসজি ছাড়ছেন, এটা কখনোই ভালো খবর হতে পারে না ক্লাবের জন্য। আমি তো মনে করি মেসি কখনোই পিএসজিতে তার প্রাপ্য সম্মান পাননি।’

অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে নিজেও পিএসজিতে এখন আর ভালো নেই। মেয়াদ শেষ হবার আগেই জানিয়ে দিয়েছেন, আর চুক্তি নবায়ন করতে চান না তিনি। পিএসজিও তা চাচ্ছে চুক্তির মেয়াদ ফুরানোর আগেই অন্য কোনো ক্লাবের কাছে তাকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা বুঝে নিতে। ফলে আগামী মৌসুমে হয়ত এমবাপ্পেকেও না দেখা যেতে পারে পিএসজিতে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত