শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকসম্পর্ক শক্তিশালী করতে আফ্রিকার তিন দেশ সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট

সম্পর্ক শক্তিশালী করতে আফ্রিকার তিন দেশ সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বন্ধুপ্রতীম দেশগুলোর সাথে সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে আফ্রিকার তিন দেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।আফ্রিকার তিন দেশের সাথে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা হবে প্রেসিডেন্ট রায়িসির আসন্ন সফরের মূল উদ্দেশ্য।

আগামীকাল (মঙ্গলবার) তিনি কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের উদ্দেশে তেহরান ত্যাগ করবেন বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা।

ইরানের প্রেসিডেন্ট তার তিন দিনের এ সফরে কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের প্রেসিডেন্টদের সাথে সাক্ষাতের পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন এবং যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

প্রেসিডেন্ট রায়িসি এসব দেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে আফ্রিকার দেশগুলোর শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথেও বৈঠক করবেন।

ইরনা আরো জানিয়েছে, ইরানের কোনো প্রেসিডেন্ট ১১ বছর পর এই প্রথম আফ্রিকার দেশগুলো সফরে যাচ্ছেন।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত