শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
spot_img
প্রচ্ছদআন্তর্জাতিক‘আমরা এক চুলও নড়বো না’: লিথুয়ানিয়ায় ইউক্রেন প্রসঙ্গে বাইডেন

‘আমরা এক চুলও নড়বো না’: লিথুয়ানিয়ায় ইউক্রেন প্রসঙ্গে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভিলনিয়াসে হাজার হাজার জনতার উদ্দেশ্যে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমারা ইউক্রেনকে ছেড়ে যাবে না।

বুধবার (১২ জুলাই) ভিলনিয়াস বিশ্ববিদ্যালয় চত্বরে তিনি বলেন, ‘আমরা এক চুলও নড়বো না। কিন্তু তার ধারণা ভুল।’

ন্যাটো শীর্ষ সস্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়া সফরে আসা মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের প্রতি আমাদের দেয়া প্রতিশ্রুতি থেকে আমরা সরবো না। আমরা আজ, আগামীকাল কিংবা যতদিন লাগুক ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াব।

কারণ, স্বাধীনতা রক্ষা করা এক দিন কিংবা এক বছরের কাজ নয়। এটি সারা জীবনের, সর্বকালের কাজ বলে তিনি উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত