বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক দু’মাস। গত শনিবার কলকাতার ইডেন গার্ডেন্স পরিদর্শন করতেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। পরিদর্শন করে ওই দল খুশিও হয়েছিল। কিন্তু এবার ভারতের এই অন্যতম ভেন্যুতে আগুন লাগায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বুধবার (৯ আগস্ট) গভীর রাতে ইডেনের ড্রেসিংরুমে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তের পর ফায়ার সার্ভিস জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বড়সড় কোনো ক্ষতি না হলেও ড্রেসিংরুমে রাখা খেলায়াড়দের সরঞ্জাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইডেনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ইডেনের ড্রেসিংরুম মেরামতের কাজ চলছিল। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ ধোঁয়ায় ভরে যায় ড্রেসিংরুম। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পেছনে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। ড্রেসিংরুমে খেলোয়াড়দের ব্যবহার করার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস দ্রুত আসায় আগুন বেশি ছড়াতে পারেনি।’
২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক দু’মাস। ইডেন গার্ডেন্স তার মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পেয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইডেন গার্ডেন্স সম্পূর্ণভাবে সাজিয়ে ফেলার কথা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের আশ্বাস, নির্দিষ্ট সময়ের আগেই তারা সব কাজ সমাপ্ত করতে পারবেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আইসিসির প্রতিনিধি দলটি আরো একবার ইডেন পরিদর্শন যাবে। তারপরই ফিট ঘোষণা করা হবে ইডেনকে।
বুধবার রাতের এই দুর্ঘটনা বিশ্বকাপের আয়োজন ঘিরে প্রশ্ন তুলে দিল।